বাশিস চট্টগ্রামের স্বাধীনতার  সুবর্ণ জয়ন্তী উদযাপন

0 200
 চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) চট্টগ্রামের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মুজিব শত বর্ষ দিনের কর্মসূচি নগরের আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয়। এর পরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলন ও একান্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুসুম চৌধুরী, দপ্তর সম্পাদক কৃষ্ণ শেখ দত্ত, সাংস্কৃতিক সম্পাদক বিচিত্রা চৌধুরী। বাশিস মহানগর শাখার সভাপতি নুরুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, অফিস সুপারিনটেন্ডেন্ট মুক্তিযোদ্ধার সন্তান সন্তোষ দাশ, পলাশ দত্ত প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচারের দাবি করেন। মুজিব শত বর্ষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের ঘোষণা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান।

 

 

Leave A Reply

Your email address will not be published.