মা হলেন হলিউড তারকা এমা স্টোন

0 258

হলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা অস্কারজয়ী এমা স্টোন সন্তানের মা হয়েছেন।  গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। তবে সন্তান ছেলে না মেয়ে এখনও জানা যায়নি। জানুয়ারি মাসে সংবাদমাধ্যমকে মা হতে চলার খবর নিশ্চিত করেছিলেন ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী। ঐ সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এমার বেবি বাম্পের ছবি।

২০১৬ সালে এমা এবং তাঁর স্বামী ডেভের প্রথম আলাপ।  দু-বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ। ২০১৯-এর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি, পরের বছরই বিয়ের পর্ব সেরে নেন।

এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ কো-স্টার অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন এমা। পাঁচ বছর দীর্ঘ সম্পর্ক ভেঙে যায় ২০১৫ সালে।

Leave A Reply

Your email address will not be published.