মাদক বিরোধী অভিযান রাজধানীতে , গ্রেফতার ১৫

0 341

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে পাঁচ হাজার ৭১ পিস ইয়াবা, ২১৪ গ্রাম হেরোইন ও দুই কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা দায়ের হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল।

Leave A Reply

Your email address will not be published.