প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খান আর নেই

0 164

ভারতীয় উপমহাদেশে খ্যাতনামা ইতিহাসবিদ, ঐতিহাসিক বহুগ্রন্থের প্রণেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠা ডিজি প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খান ২৮ মার্চ রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর বাসভবনে ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….. রাজেউন)। রবিবার বাদ জোহর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাঠে প্রথম জানাজা এবং সন্ধ্যায় লোহাগাড়া চুনতি ডেপুটি বাড়ীতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) এর সভাপতি সোহেল ফখরুদ-দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, প্রাক্তন সভাপতি ড. অধ্যক্ষ সানাউল্লাহ, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, লেখক আলহাজ আহমদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবু তালেব বেলাল, লায়ন আলহাজ হাকিম আলী, মরমি কবি এস এম সিরাজ উদ-দোলা, প্রফেসর ড. আবুল কাসেম, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ ড. রেজাউল কবির চৌধুরী প্রমুখ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খান ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) প্রাপ্ত হন। ১৯৫১ সালে এমএ, ১৯৫৫ সালে কানাডার ম্যাকলীগ বিশ্ববিদ্যালয় ২য় বার এমএ ডিগ্রী লাভ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। একই বছর করাচি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগ দেন। ১৯৯২ সালে তিনি চবি থেকে অবসরে আসেন। পরে তিনি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে যোগ দেন। তিনি ১৭টির অধিক ইতিহাস বিষয়ক মুল্যবান গ্রন্থ রচনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.