চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় ৪ যাত্রীর মৃত্যু
চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার নয়াহাট এলাকায় ট্রাকের ধাক্কায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ মার্চ) দিনগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রীরা হলেন- কাপ্তাই কর্ণফুলী পেপার মিল এলাকার কামরুল ইসলাম (২৭), চান্দগাঁও এলাকার মো. মোর্শেদ (৩৮), রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার মো. ইদ্রিস (৫৫) ও নোয়াখালীর হাতিয়ার মো. সিরাজ (বয়স জানা যায়নি)।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম অভিমুখী বালিবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।