দেশে আসলো তুরস্কের রোহিঙ্গা শরণার্থীদের ২০ টন ত্রাণ

0 168

দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ টন মেডিকেল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। একই সাথে দেশটি ১৩ সদস্যের একটি দল পাঠিয়েছে রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের অর্থায়নে নির্মাণাধীন হাসপাতালের কাজ পরিচালনার জন্য।

গত শুক্রবার (২ এপ্রিল) এক টুইট বার্তায় এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত জানান, আজ দ্বিতীয়বারের মতো তুর্কি সামরিক উড়োজাহাজে রোহিঙ্গাদের জন্য ১৩ জন স্বাস্থ্যকর্মীসহ মেডিকেল সামগ্রী বাংলাদেশে এসেছে। রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের হাসপাতালটির কাজ প্রায় শেষের দিকে। অল্প সময়ের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে।

সকাল ৯টা ২৫ মিনিটে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্ক বিমানবাহিনীর একটি ফ্লাইট অবতরণ করে। এতে ১৩ জন স্বাস্থ্যকর্মী ও ২০ টন মেডিকেল সামগ্রী ছিল এবং গত শনিবার তুরস্ক বিমানবাহিনীর একটি ফ্লাইটে রোহিঙ্গাদের জন্য ২০ টন ত্রাণ আসে।

Leave A Reply

Your email address will not be published.