কুঞ্জছায়া ক্লাবের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ২০২১ উদ্বোধন

0 411

চট্টগ্রাম নগরীর কুঞ্জছায়া আবাসিক এলাকায় কুঞ্জছায়া ক্লাবের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় বৈশ্বিক করোনা মহামারি ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

আজ রবিবার (৪এপ্রিল) সকাল ৯ টায় কুঞ্জছায়া আবাসিক এলাকায় এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কুঞ্জছায়া আবাসিক এলাকা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম কন্ট্রাক্টর। এতে উপস্থিত ছিলেন কুঞ্জছায়া ক্লাবের সদস্য মোহাম্মদ আমিনুর রহমান ও মঞ্জুর মোরশেদ মজুমদার শাহীন ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এবং বৈশ্বিক মহামারি করোনা নিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন এবং নিজ নিজ বাসাবাড়ী ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে করোনা ও পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন নিয়ে আবাসিক এলাকার জনসাধারণ এবং ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলিং করার প্রতি গুরুত্ব আরোপ করেন। পরে কুঞ্জছায়া আবাসিক এলাকার ৩নং রোড হতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এতে আরো উপস্থিত ছিলেন কুঞ্জছায়া ক্লাবের জাকারিয়া হাসান, সোহরাব আহমদ চৌধুরী সৌরভ, কফিল উদ্দিন, মোসলেহ্ উদ্দিন খান জুয়েল, মোহাম্মদ নুর নবী, ইকবাল, খালিদ হাসান, হুমায়ুনগীর চৌধুরী, জনিসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.