‘স্বাস্থ্য বিধি না মানলে গণপরিবহণে ভাড়া বাড়ানো অযুক্তিক’

0 176
ছবির ক্যাপশন: গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মইজ্জ্যারটেক চত্বরে ইসলামী যুব ও ছাত্রসেনা কর্ণফুলী উপজেলা শাখার প্রতিবাদ সভা

বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা কর্ণফুলী উপজেলা শাখার যৌথ উদ্যোগে গণপরিবহণে করোনার অযুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মইজ্জ্যারটেক চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা গত ২ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, কর্ণফুলী উপজেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি হাবিবুল মোস্তফা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ। কর্ণফুলী উপজেলা ছাত্রসেনার সভাপতি আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা যুবসেনার যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুবনেতা এম এ করিম, ছাত্রসেনা কেন্দ্রীয় সদস্য আ.ল.ম হুমাইর কাইসান, মাওলানা জাহিদ, নুরুল আক্কাস জীবন, তসকির আহমেদ, জামসেদুল ইসলাম, সাইফুল ইসলাম, দৌলতুল ইসলাম সাকলাইন, সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় আলমগীর ইসলাম বঈদী বলেন, দেশের করোনা পরিস্থিতি বিবেচনাই গণ পরিবহণের ভাড়া ৬০% বৃদ্ধি করে। সেই প্রেক্ষিতে পরিবহনগুলো ভাড়া বৃদ্ধি করলেও স্বাস্থ্য বিধি মানছে না। গণপরিবহণগুলো স্বাস্থ্য বিধি না মানলে ভাড়া বাড়ানো অযুক্তিক। করোনা মোকাবিলায় সচেতন হওয়া প্রতিটি নাগরিকের উচিৎ। কারণ লকডাউনে যাওয়া মানে গরীবের জীবনে দুর্বিষহ নেমে আসা।

প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.