দূরপাল্লার বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে বাংলাদেশ পুলিশে

0 211

পুলিশের মহাপরিদর্শক হিসেবে যোগদানের প্রথম বর্ষ পূর্তিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে পুলিশের জন্য কম ভাড়ায় দূরপাল্লার বিশেষ বাস সার্ভিস চালু হতে যাচ্ছে।

গত শুক্রবার (৯ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, পুলিশের সব অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যরা (কেবলমাত্র স্ত্রী/স্বামী ও সন্তান) এই বাস সেবা নিতে পারবেন। এই সেবা দ্রুত চালু করা হবে বলেও জানানো হয়। পুলিশ সদর দফতর, রাজারবাগ পুলিশ লাইন, পিওএম মিরপুর থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে এই বাস ছেড়ে যাবে। বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন, জেলা পুলিশ লাইনস থেকে প্রতি শনিবার দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

 

Leave A Reply

Your email address will not be published.