এবার করোনায় আক্রান্ত হলেন দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী
দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন দুর্নীতি দমন কমিশনের ২১ কর্মকর্তা-কর্মচারী। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের ভয়াল থাবায় রাষ্ট্রিয় দুর্নীতি দমন ও প্রতিরোধ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা আক্রান্ত হলেন।
আজ শনিবার (১০ এপ্রিল) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য জানান। নতুন আক্রান্তদের মধ্যে ১ জন পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশংকামুক্ত নন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত কর্মকর্তা- কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তবু দুদক থেমে নেই। গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের করতে হচ্ছে। সরকারি বিধিনিষেধের নির্দেশনা অনুসরণ করে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড চলমান আছে।
করোনায় আক্রান্তদের মধ্যে ২ জন পরিচালক, ৪ জন উপ-পরিচালক, ৬ জন সহকারী পরিচালক এবং অন্যান্য পদের ৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেছেন এক পরিচালকসহ ৩ জন।