চট্টগ্রামে হেলে পড়া ৫তলা ভবনের ভাঙার কাজ চলছে

0 208
চট্টগ্রামের গোয়ালপাড়ায় হেলে পড়া পাঁচতলা কার্তিক ভবন, ছবি: মিজান ফারাবী

চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় হেলে পড়েছে একটি পাঁচতলা ভবন। কার্তিক ভবন নামেই পরিচিত এই ভবনটি। কার্তিক ভবনের পাঁচ ভাইয়ের পুরো পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন।

ভবনটির আগে থেকেই একটি হেলে ছিল। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ভবনের সামনে সাপোর্টিং পিলার স্থাপন করতে গিয়ে আরো হেলে পড়ে। আজ রবিবার (১১এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ইতিমধ্যে ভবনটি তারা নিজ উদ্যোগে ভাঙ্গার কাজ শুরু করেছে।

ভবনটি ভাঙ্গার ব্যাপারে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেয়া হয়েছে সার্বিক নির্দেশনা। সকল ধরনের নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেছে শ্রমিকরা।

এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, ভবনটি তাদের অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে। যার কারণে এটি ঝুঁকির মধ্যে পড়েছে। অপরদিকে কার্তিক ভবনের মালিকরা জানান ১৯৯৬ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ০.৭৫ শতাংশ জায়গার উপরে তৈরি করা হয় এই ভবনটি।

কার্তিক ভবনের কাজ চলছে, ছবি: মিজান ফারাবী

ভবনের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, মানুষের যেন কোন ধরনের জানমালের ক্ষতি না হয় সে বিষয়টি মাথায় রেখেই ভাঙনের কাজ শেষ করতে হবে। সার্বিক নিরাপত্তা, প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভবনটি ভাঙার পক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.