তিনমাস আগে বিয়ে করেছেন নাজিরা মৌ

0 233

তিন মাস বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার অভিনেত্রী নাজিরা মৌ। এ বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ রাজধানীর বনানীর একটি রেস্তোরায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জানা গেছে, নাজিরা মৌয়ের স্বামীর নাম মিজানুর রহমান মুরাদ। তিনি যুক্তরাজ্য প্রবাসী এবং পেশায় একজন ব্যবসায়ী। তার পৈতৃক ভিটা সিলেট।
বিয়ের খবর জানিয়ে নাজিরা মৌ জানান, বিয়ের ৫-৬ মাস আগে আমার একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে ওর ( মিজানুর রহমান মুরাদ) সঙ্গে পরিচয় হয়। তবে সে পরিচয় ছিলো বন্ধুত্বের। তারপর মুরাদের সিদ্ধান্ত পরিবারকে জানালে তারাও মত দেন। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে শুভ কাজটি সম্পন্ন হয়েছে। সকলের কাছে দোয়া চেয়ে নাজিরা মৌ।

তিনি বলেন, যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে আমার দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে।
প্রসঙ্গত, টিভি অভিনেত্রী নাজিরা মৌ মূলত বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান । তবে তিনি মডেলিংয়ের পাশাপাশি নাটকেও কাজ করেছেন। শুরুতেই তৌকীর আহমেদ ও অপূর্বসহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে কাজ করেছেন রুপালী পর্দায়ও। তার বিপরীতে ‘নন্দিনী’ সিনেমায় অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এখন ছবিটির শুটিং শেষ চলছে সম্পাদনার কাজ।

Leave A Reply

Your email address will not be published.