চট্টগ্রাম মহিলা শ্রমিকলীগের উদ্যোগে শুভেচ্ছা উপহার বিতরণ
আসন্ন রমজান ও চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন উপলক্ষে মহিলা শ্রমিকদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন চট্টগ্রাম মহিলা শ্রমিক লীগ।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম নগরীর লালখান বাজারের রহমতুল্লাহ ভবনে এই শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল সিটি মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা মেনে আপনাদের ঘরে থাকতে হবে সেই সাথে স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। আপনারা ভালো থাকলে ভালো থাকবে দেশ।
করোনা পরিস্থিতিতে নিজের অর্থায়নে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরীকে ধন্যবাদ জানান সাবেক মেয়র। অনুষ্ঠানে চট্টগ্রাম মহিলা শ্রমিকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা উপহার বিতরণে মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিনাখানসহ আওয়ামী লীগ ও শ্রমিকলীগের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।