করোনায় চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এস এম মহসীন

0 285
অভিনেতা এস এম মহসীন

করোনায় আক্রান্ত হয়ে এবার চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এস এম মহসীন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শেষ নিঃ’শ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অ’ন্তরা’ত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন এ অভিনয়শিল্পী।

সেখান থেকে ফেরেন গত ২ এপ্রিল। করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে তাঁকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অ’বনতি হওয়ায়

গত ৫ এপ্রিল তাঁকে ইমপালস হাসপাতালে ভর্তি করানো হয়। একপর্যায়ে হাসপাতালটির আইসিইউতে নেওয়া হয় তাঁকে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখান চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। এ ছাড়াও তিনি সেরা টেলিভিশন অভিনেতা পুরস্কার ২০১৭সালে, বাংলা একাডেমি ফেলশিপ ২০১৮ সালে পেয়ছিলেন।

তিনি দীর্ঘদিন কাজ করেছেন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে। তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত রক্তে ভেজা ও কবর নাটকে, এবং মুনির চৌধুরী পরিচালিত চিঠি নাটকে অভিনয় করেছেন। তিনি থিয়েটার দল ড্রামা সার্কপাল এ অভিনয় করেন। পশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave A Reply

Your email address will not be published.