হেফাজত নেতা আতাউল্লাহ আমেনী গ্রেফতার

0 176

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমেনীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও হেফাজত নেতা আতাউল্লাহ আমেনী ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরে করা নাশকতার মামলার অন্যতম আসামি। গেল ১৮ এপ্রিল সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। ১৯ এপ্রিল পর্যন্ত সংগঠনটির অন্তত ১২ জন নেতা গ্রেফতার হয়েছেন।

গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিল হেফাজত। এর পর থেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে হেফাজত নেতাদের।

Leave A Reply

Your email address will not be published.