টেরিবাজার শ্রীরাম চন্দ্রের জন্মোৎসব পালন

0 423
বাংলাদেশ রাম নবমী উদ্যাপন পরিষদ কর্তৃক শ্রীরাম চন্দ্রের জন্মোৎসব পালন।

বাংলাদেশ রাম নবমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের টেরিবাজার রগুনাথ বাড়ী অঙ্গণে শ্রী রাম চন্দ্রের জন্মোৎসব পালক করা হয়েছে।

এই উপলক্ষে ২১ এপ্রিল  ভোরে প্রার্থনা ও শ্রীরাম চন্দ্রের শত নামজপ, সকাল ৯ টায় মাঙ্গলিক পূজা। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলন করা হয়।

এরপর মহামারী থেকে রক্ষার জন্য বিশ্ব শান্তি কামনায় স্বাস্থ্য বিধি মেনে পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি শর্মার সভাপতিত্বে সমবেত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সুজিত সরকার, সুমন পাল, কৃষ্ণ গোপাল দাশ, তপন কুমার নাথ, সুজন দেব নাথ, শিবু দাশ, কমলেন্দু শীল, পেলিন দেব বাবুন, রাজবীর আকাশ প্রমুখ।

 

 

Leave A Reply

Your email address will not be published.