বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের ইন্তেকাল

0 177

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নগরীর পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টা নিশ্চিত করেছেন তাঁর জামাতা রইসুল উদ্দিন সৈকত। তিনি জানান, ২৮ মার্চ মো. বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (২৩ এপ্রিল) বাদ জুমা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, মহানগর কমান্ডার মোজ্জাফফর আহমদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সেখানে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের ১ম পুত্র মো.।

শোক ও সমবেদনা:

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার আহমেদ হোসেন, সহকারী কমান্ডার এ কে আলাউদ্দিন, সহকারী কমান্ডার নাছির উদ্দীন, সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মো. হারুন, সহকারী কমান্ডার বদিউজ্জামান, সহকারী কমান্ডার বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কেএম শফিউল্লাহ বীরউত্তম, মহাসচিব গবেষক, লেখক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকেবিশ্বাসসহ জেলা ও মহানগর কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 

 

Leave A Reply

Your email address will not be published.