অনির্বাণ ক্লাবের উদ্যোগে অর্ধশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0 500

করোনা বিপর্যস্ত দেশের এই ক্রান্তিকালে অসহায় মানবতার পাশে দাঁড়িয়েছে করেরহাটের অনির্বাণ ক্লাব। পবিত্র মাহে রমজান ও লকডাউনকে সামনে রেখে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল রবিবার (২৫ এপ্রিল) অনির্বাণ ক্লাবের উদ্যোগে তরুণ ও যুবসমাজের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গ্রামের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র প্রায় অর্ধশত পরিবারের মাঝে মানসম্মতভাবে ইফতার সামগ্রী এবং ঈদ পণ্য বিতরণ সম্পন্ন হয়েছে।

এসময় অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম ওসমান, মোহাম্মদ সোহাগ, জসিম, তারেক, নজরুল, তুহিন, রিয়াজ, রাব্বী, ইকবাল, রাসেল,মামুনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যারা আর্থিক অনুদান দিয়ে সহযোগীতার হাতকে প্রসারিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । একই সাথে যারা সুন্দর পরামর্শ ও নিরলস প্রচেষ্টা দিয়ে ক্লাবের উদ্যোগে এগিয়ে এসে আয়োজনকে সার্থক ও সফল করেছেন সকলের প্রতি রইল দোয়া ও আন্তরিক ভালোবাসা। আগামীতেও আপনাদেরকে দেশ ও দশের সেবায়। আর্তমানবতার সেবায় কাছে পাবো বলে প্রত্যাশা করছি।

Leave A Reply

Your email address will not be published.