করোনার দ্বিতীয় ঢেউয়ে অসহায় হয়ে পড়েছে দেশের মানুষ

0 182

করোনা মহামারিতে বিপর্যস্ত সারাদেশ। এরই মধ্যে দেশে আবারো এলো করোনার দ্বিতীয় ঢেউ। করোনার প্রথম দিকের ধকলে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দিনের পর দিন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানি, মধ্যবিত্ত কিংবা দেশের নিন্ম আয়ের মানুষ।

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ঠেকাতে সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। কিছুটা শিথিল হলেও টানা দুইবার বাড়ানো হয়েছে লকডাউন। করোনায় এমন নাজুক পরিস্থিতিতে বাড়ছে মানুষের হাহাকার।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী ও নিন্ম আয়ের মানুষরা জানালেন তাদের কষ্ট ও দু:খ দুর্দশার কথা। নগরীর ক্ষুদ্র ব্যবসায়ী এমরান বলেন, করোনায় করুণ অবস্থায় দিন যাচ্ছে, ছোট একটা দোকান করে সংসার চালাই, কিন্তু লকডাউনের এমন পরিস্থিতিতে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

করোনা সংক্রমণ রোধে লকডাউন দেয়া হলেও দিনে এনে দিনে খাওয়া অসহায় দরিদ্র মানুষরা পেটের দায়ে বের হচ্ছে কাজের খোঁজে। রিক্সা চালকরাও বের হয়েছে জীবিকার সন্ধানে। রিক্সা নিয়ে বের হলেও রাস্তায় নেই মানুষজন। কেমন অসহায়ত্বের আকুতি তাদের চোখে মুখে।

Leave A Reply

Your email address will not be published.