কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন আজ

0 205

সত্যজিৎ রায় নামটা সবারই কমবেশি পরিচিত, তিনি আমাদের কাছে পরিচিত বাঙালি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হিসেবে, সেই সঙ্গে নাটক, সাহিত্য, চিত্রকলা এমনকি সংগীত ও পরিচলনা করেন।

১৯২১ সালের ২ মে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্ম গ্রহন করেন তিনি, তার পৈতৃক নিবাস ছিলো বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়, তার পিতা উপেন্দ্রকিশোর রায় সেই সময়ে ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র।

সত্যজিৎ রায় তার ৪২ বছরের ফ্লিম ক্যারিয়ারে ২৮ টি ফিচার, ৮টি ছোট দৈর্ঘ্যের তথ্যচিত্র ও শর্টফ্লিম নির্মাণ করেন, তিনি শুধু চলচ্চিত্র আার সাহিত্যের গন্ডিতে আটকে থাকেননি, সত্যজিতের ক্যালিগ্রাফির কাজ, তাঁর আঁকা ছবি, প্রচ্ছদ চমকে দিয়েছে আন্তর্জাতিক মহলের সমালোচকদের।

সত্যজিৎ রায় ১৯৫২ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের পাঁচালী’ নিয়ে চলচ্চিত্র নির্মান করেন, ১৯৫৫সালে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর বেশ জনপ্রিয়তা লাভ করে, পরে তিনি অপরাজিতা ও অপুর সংসার নামে আরো দুটি চলচ্চিত্র নির্মান করেন যা অপু ট্রিলজি হিসেবে পরিচিত। ১৯৯২ সালের ২৩ শে এপ্রিল এই কিংবদন্তি মৃত্যু বরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.