চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১০৮  মৃত্যু ৩

0 215

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৮৮৩ জন। এসময়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৫৫২ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৮৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২২ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৮৮৩ জন।

এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৭৫৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ১২৮ জন রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.