যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান, ১১৯ তালেবান নিহত

0 196

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় তালেবান বাহিনীর অন্তত ১১৯ যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো অন্তত ৪১ জন। আফগান সামরিক বাহিনী পরিচালিত অভিযানে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির সরকার।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনীর দিবারাত্র অভিযানে ওই ১১৯ তালেবান নিহত হয়।

বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের নিরাপত্তা বাহিনী গজনি, সারপোল, ফারিয়াব, আরজগান, হেরাত, বাগলান এবং তোখার প্রদেশে তালেবান বিরোধী অভিযান পরিচালনা করেন্‌।প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ৮টি প্রদেশে আফগান প্রতিরক্ষা অভিযানে তালেবানের ১৮৩ সদস্য নিহত হয়েছেন। পরের দিন ছয়টি প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও ১৮১ তালেবান সদস্যের প্রাণ গেছে। তবে তালেবান তাদের সদস্যদের একই সময়ে সহিংসতায় জঙ্গিগোষ্ঠী তালেবানের প্রায় সমান হতাহতের ঘটনা ঘটলেও আফগানিস্তানের প্রাণহানির এই তথ্য অস্বীকার করেছে।

এ ছাড়া অভিযানগুলোতে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্র জব্দ করেছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তালেবান বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সহিংসতার মাত্রা বেড়ে গেছে। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় টহলে তালেবান যোদ্ধারা।

Leave A Reply

Your email address will not be published.