করোনাকালীন সময়ে রোভার স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ চট্টগ্রাম জেলা রোভারের

0 191

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ স্কাউটস,চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে করোনাকালীন সময়ে রোভার প্রোগ্রাম বাস্তবায়ন ও অনলাইন রেজিস্ট্রেশনে সিনিয়র রোভার মেটদের করণীয় শীর্ষক ওয়ার্কশপ গত ১২ জুন শনিবার জুম অনলাইনে অনুষ্ঠিত হয়।স্কাউটার আফজর রহমান এলটির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস,চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার(উন্নয়ন) ও চট্টগ্রাম চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস পরিচালক জাহির উল আলম মান্না পিআরএস,জেলা রোভারের সহকারি কমিশনার অধ্যাপক মোঃ ফজলুল কাদের চৌধুরী এএলটি,ওয়ার্কশপ পরিচালক জেলা রোভারের সম্পাদক- অধ্যাপক মোঃ এ জেড এম বোরহান উদ্দীন এএলটি,স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম।স্কাউটার এস এম হাবিব উল্লাহর সঞ্চালনায় ওয়ার্কশপে চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন বিভিন্ন সরকারি,বেসরকারি কলেজ,বিশ্ববিদ্যালয় ও মুক্তদল সহ ৪০টি ইউনিটের রোভার,গার্ল ইন রোভার ও রোভার লিডাররা অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে করোনাকালীন সময়ে রোভার স্কাউটরা যাতে স্ব স্ব প্রতিষ্টানে অনলাইনে ক্রুমিটিং সহ সকল প্রোগ্রাম বাস্তবায়ন করেন এবং দ্রুততার সহিত অনলাইন রেজিঃ কিভাবে সম্পন্ন করবেন সে বিষয়ে ডিআরএসএল দিক নির্দেশনা প্রদান করেন।ওয়ার্কশপের শেষ পর্যায়ে রোভারদের অংশগ্রহণে মুক্ত আলোচনা,টাস্ক ফোর্স গঠন,গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন ও গান পরিবেশনার মাধ্যমে ওয়ার্কশপ শেষ করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.