ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ , নিহত ১
জেলা প্রতিনিধি :
সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চরফকিরা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনির একই ইউনিয়ন ও ওয়ার্ডের মো. বশিরউল্লাহ ছেলে। তিনি ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক।
স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। এসময় ফুটবল প্রতীকের প্রার্থী ইয়াছিন ও পানির কল প্রতীকের প্রার্থী ইউসুফ শিকদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনায় মনির নিহত হন। এসময় একজন আহত হয়েছেন।তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংর্ঘষ ও গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন একজন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ভোলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার ।