ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত

0 196

আন্তজাতিক ডেস্ক :

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে রানওয়ে মিস করায় ৯২ আরোহী নিয়ে একটি সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ৪০ সেনাকে জীবিত উদ্ধার করা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেনজানা।

বিমানে ৯২ জন আরোহী ছিলেন বলেও তিনি জানান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, এপি ও আল জাজিরা।

আজ রবিবার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পার্বত্য শহর পটিকুলের বাংকাল গ্রামে সামরিক বাহিনীর একটি বিমান রানওয়েতে নামতে গিয়ে বিধ্বস্ত হয়।

এপি জানিয়েছে, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা জানান, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

বলেন, বিমানটি দক্ষিন ক্যাগান দে ওরো শহর থেকে সৈন্য পরিবহন করছিল। এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে মিস করেছে এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপরই বিধ্বস্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.