টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্বে দিবে রশিদ খান খেলবে আফগানিস্তান

0 290

স্পোর্টস ডেস্ক :

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান ।এমন সময়ে রশিদ খানকে এই ফরমেটের অধিনায়ক হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আজই (মঙ্গলবার) এসেছে আনুষ্ঠানিক ঘোষণা।

আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ রশিদ খান। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিনি দুই নম্বর বোলার। টেবিল টপার দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরেজ শামসি থেকে মাত্র ৩১ পয়েন্ট পেছনে।

টি-টোয়েন্টি লিগগুলোতেও ভীষণ কদর রশিদের। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার খেলার অভিজ্ঞতা আছে। সবকিছু বিবেচনায় ২২ বছর বয়সী এই লেগস্পিনারকেই অধিনায়কের গুরুদায়িত্ব বুঝিয়ে দিয়েছে এসিবি।

রশিদ খানের ডেপুটিও নির্বাচন করেছে এসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজিবুল্লাহ জাদরানকে।

চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতে ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েটরা।

 

 

Leave A Reply

Your email address will not be published.