চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৮

0 184

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭৬৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৫৫ জনে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮১০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৭৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৯৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন শহরের, সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৮৬৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.