পরীমনিকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
চিত্রনায়িকা পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে। তাঁর বাসা থেকে মাদক উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, রাত সোয়া আটটার দিকে র্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র্যাব সদর দপ্তরের পথে রওনা হন। পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ঙ্কর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এর আগে বিকেল চারটায় বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে পরীমনির ফ্ল্যাটে অভিযানে যান র্যাবের সদস্যরা। তবে প্রায় ঘণ্টাখানেক সময় তিনি র্যাব সদস্যদের গেটে আটকে রেখে ফেসবুক লাইভে যান। লাইভ শেষে তিনি গেট খুলে দেন।
অভিযানের এক পর্যায়ে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাব জানায়, অভিযানের সময় মদসহ বিভিন্ন বিষয়ে পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, পরীমণিকে নেওয়া হচ্ছে র্যাবের সদর দফতরে।