কুমিল্লায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৮০২
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ২ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৮০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় চারজন, দাউদকান্দি ও মুরাদনগরে দুইজন করে এবং কুমিল্লা সদর, বুড়িচংয়, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, দেবীদ্বার, বরুড়া ও মনোহরগঞ্জে একজন করে মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় দুই হাজার ৬১৮ নমুনা পরীক্ষায় ৮০২ জনের করোনা শনাক্ত করা হয়।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৯০ জন, আদর্শ সদরে ২৭ জন, সদর দক্ষিণে ২২ জন, বুড়িচংয়ে ৩২ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৮ জন, চান্দিনায় ৩৫ জন, চৌদ্দগ্রামে ৮৬ জন, দেবীদ্বারে ৩২ জন, দাউদকান্দিতে ২৪ জন, লাকসামে ৫৩ জন, লালমাইয়ে ১১ জন, নাঙ্গলকোটে ৭০ জন, বরুড়ায় ৬২ জন, মনোহরগঞ্জে ২১, মুরাদনগরে ১২ জন, মেঘনায় ১৭ জন, তিতাসে ৪০ জন এবং হোমনায় ৩০ জন রয়েছেন।