করোনার টিকা নিতে প্রতি ঘণ্টায় এক লাখ নিবন্ধন

0 197

নিজেস্ব প্রতিবেদক :

বর্তমানে করোনার প্রতিষেধক হিসেবে টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। প্রতি ঘণ্টায় প্রায় এক লাখ নাগরিক টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করছেন।

শুক্রবার (৬ আগস্ট) রাত পৌনে ১০ টা পর্যন্ত সুরক্ষা অ্যাপে ২ কোটি ৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টিকা নেয়ার জন্য চাপ এখন খুব বেশি । প্রতি ঘণ্টায় এই অ্যাপে প্রায় এক লাখ মানুষ নিবন্ধন করছেন।’

২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরুর পর লাখ লাখ মানুষ টিকা নিয়েছেন। অবশ্য পরে টিকার সঙ্কট দেখা দিলে মে মাসে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন চালু হয়।

৩ আগস্ট পর্যন্ত টিকা নিয়েছেন দেশের ১ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ জন মানুষ। এ সময়ে এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৩ লাখ ৯৮ হাজার ৮২৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন।

Leave A Reply

Your email address will not be published.