সিটিং ও গেটলক নামে কোনও সার্ভিস থাকবে না-দেশী টুয়েন্টিফোর

0 151

নিজস্ব প্রতিবেদক :

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত সিএনজিচালিত বাস নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়া হচ্ছে। ১২০টি কোম্পানির ৬ হাজার বাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত বাস পাওয়া গেছে। সিটিং ও গেটলক নামে কোন সার্ভিস থাকবে না।

বাস ভাড়া পুনর্নির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

তিনি আরও বলেন, আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। দূরপাল্লায় সিএনজিচালিত বাস নেই বললেই চলে। ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা আগামীকাল (১১ নভেম্বর) থেকে মাঠে নামবে। বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩ দিনের মধ্যে সিএনজিচালিত বাস ও ডিজেলচালিত বাস চিহ্নিত করে স্টিকার লাগানো হবে। সিটিং ও গেটলক নামে কোন সার্ভিস থাকবে না। তিন দিনের মধ্যে তা মুছে ফেলা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.