শ্রমিকলীগ নেতা হত্যা: গ্রেপ্তার ২

0 146

নিজস্ব প্রতিবেদক : 

টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২জনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (২৬ নভেম্বর) রাতে নিহত রেজাউলের ভাই রাশেদুল ইসলাম বাদি হয়ে  টাঙ্গাইল সদর থানায় মামলা করেছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মামলাটি রেকর্ড করা হয়েছে।মামলায় চারজনকে আসামী করা হয়েছে। তারা হচ্ছেন, শহরের এনায়েতপুর এলাকার হারুন অর রশীদের ছেলে সাজ্জাদান দিন দ্বীপ (২৬), আকুরটাকুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ রবিন মিয়া (২৭), কোদালিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে পাভেল (২৮)।

 

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুক্রবার নয়ন ও শাকিল নামের দুই যুবককে পুলিশ আটক করেছে। তাদের বাড়ি বাসাইল উপজেলায়। শনিবার এই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত রোববার শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউলকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। আহত রেজাউলকে ওইদিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার বিকেল সাড়ে চারটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ টাঙ্গাইল আনা হয়। শুক্রবার দুপুরে নতুন বাস টার্মিনালে জানাযা শেষে তাকে কান্দিলা কবরস্থানে দাফন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.