রাঙামাটিতে জেএসএস সদস্যকে গুলি করে হত্যা

0 233

নিজস্ব প্রতিবেদক : 

রাঙামাটিতে সোফায় বসা অবস্থায় প্রতিপক্ষের গুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম আবিষ্কার চাকমা (৩৮)।

আজ মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের চারিখং এলাকার কিচিং আদাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবিষ্কার চাকমা জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবিস্কার চাকমা সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় বসবাস করতেন।আগে আবিষ্কার চাকমা বাঘাইছড়ি এলাকায় সাংগঠনিক দায়িত্বে ছিলেন। তবে তিনি লংগদু, নানিয়ারচর ও সুবলং এলাকার গত প্রায় এক বছর ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন। তিনি অবস্থান করতেন রাঙামাটি সদরের কিচিং আদাম এলাকায়।তার অবস্থান নিশ্চিত হয়ে প্রতিপক্ষের অপর এক আঞ্চলিক দলের সশস্ত্র সদস্যরা সেখানে অতর্কিত হানা দিয়ে সামনাসামনি লক্ষ্য করে তার বুকে গুলি চালায়। তখন একটি বাড়িতে সোফায় বসা ছিলেন আবিষ্কার। গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আবিষ্কার চাকমার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে জানায় পুলিশ।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, ঘটনাটি জানার পরই কোতয়ালী থানা পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.