চট্টগ্রাম আনোয়ারায় ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

0 286

চট্টগ্রামের আনোয়ারায় ৩০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা একটি অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক ও তার সহযোগীকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন- টেকনাফ বেলপাড়া এলাকার আব্দুল মজিদ (২৫) ও মো. সাইফুল (২৪)। তবে ওই গাড়িতে তিনজন নারীও ছিলেন। তারা গাড়িটি ভাড়া করে চিকিৎসার জন্য চট্টগ্রামে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন নারী এসব তথ্য জানায়।

 

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কালাবিবির দীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে উপজেলার কালাবিবির দীঘির মোড়ে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে ওই গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে পলিথিন মোড়ানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.