আগ্নেয়গিরি: মৃত্যু বেড়ে ৩৪, কুকুর দিয়ে খুঁজে আনা হচ্ছে মৃতদেহ

0 196

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরির লাভা উদগিরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার দ্বীপটিতে ছোট ছোট আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আগ্নেয়গিরির ভেতরে বিস্ফোরণের কারণে দেশটিতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞারা।

ধ্বংসস্তূপের নিচে এখনো খোঁজ মিলছে একের পর এক মরদেহের। নতুন করে উদ্ধার করা হয়েছে আরও কয়েকজনকে। ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

এদিকে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। অনেকেই আবার ভর্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে। রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশটির বির্স্তীণ মাঠজুড়ে এখনো ছাইয়েরর স্তূপ। কাদা আর ছাইয়ের মিশেলে ঢেকে আছে রাস্তাঘাট। যেদিকেই চোখ যায় সে দিকেই কেবল ধ্বংস্তূপ। দেখে মনে হবে বহু বছরের পুরানো এক পরিত্যক্ত নগরী।ধোঁয়ায় ছেয়ে আছে গ্রামগুলো। এমন পরিস্থিতেই নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

প্রশিক্ষিত কুকুরদের সাহায্য নিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনা হচ্ছে একের পর এক মরদেহ।

Leave A Reply

Your email address will not be published.