দেশে কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: আইনমন্ত্রী

0 424

দেশে কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার  (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে নিউ প্রসেস এবং যাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় তাদের পক্ষ শোনা।আমার কাছে যতটুকু তথ্য আছে, যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটাও বলতে চাই যেসব দোষে র‍্যাব ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দোষী করা হয়েছে, তা কিন্তু ঠিক নয় এবং কল্পনাপ্রসূত।’

বুদ্ধিজীবী হত্যাকারী পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, গত দু’দিন আগে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সেখানে আমি দু’জনকে (পালিয়ে যুক্তরাজ্যে অবস্থান নেওয়া) দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি (হাইকমিশনার) আমাকে বলেছেন, আমরা যেন ফর্মালি (আনুষ্ঠানিক) এই দাবি করি। আমি তাদের ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক দাবি জানাবো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করেছেন, সেই আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটু অপেক্ষা করুন, দেখবেন।’

প্রসঙ্গত, ২৬তম বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩০ জন জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রতিষ্ঠানটির মহাপরিচালক আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার ও প্রশিক্ষণ কোর্সের পরিচালক গোলাম কিবরিয়া।

Leave A Reply

Your email address will not be published.