তৃণমূল প্রার্থীর প্রচারে ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

0 185

কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি খ্যাতি পেয়েছেন ভুবন বাদ্যকর। তিনি এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন। সপ্তাহ দুয়েকের মধ্যে দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ভুবনটাই বদলে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার ‘কাঁচা বাদাম…’ গান এই কপাল খোলার কারণ। ভুবন এখন কলকাতা পুরভোটে তৃণমূলের প্রচারের মুখ। ১৪ নম্বর ওয়ার্ডের জোড়া ফুল প্রার্থী অমল চক্রবর্তী থেকে তৃণমূল বিধায়ক মদন মিত্র ভোট প্রচারে এখন ‘ভুবন-মুখী’।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর সকালে বীরভূম থেকে কলকাতায় আসেন ভুবন বাদ্যকর। এরপর ১৪ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে ভোটের প্রচার করেন। দুপুরে প্রচার শেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা করেন কাঁচা বাদাম গানের স্রষ্টা। এছাড়া ভুবন বাদ্যকরকে আর্থিক সহযোগিতা করেন প্রবীণ এই রাজনীতিবিদ।

তৃণমূল জানিয়েছে, মদন মিত্র ২০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি ফল প্রকাশের দিন ১৪৪ কেজি কাঁচাবাদামের অর্ডার দিয়েছেন ভুবনকে।

ভারতের ঝাড়খন্ড, বর্ধমান, ভীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে দুই ছেলে, স্ত্রী, এক পুত্রবধূ নিয়ে ভরা সংসারে মুখ্য উপার্জনকারী ভুবনই।

কিন্তু ভাইরাল হওয়ার পর তার বাদাম বিক্রি বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।
এক সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর বলেন, ‘বাদাম আর বিক্রি হবে বলে মনে হচ্ছে না। এবার গানের দিকেই মন দেব। গান লিখবো। বাদাম কী করে বিক্রি করব? ভাইরাল হওয়ার পর থেকে বাদাম বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আর বাদাম বিক্রি হবে না। লোকজনকে গান শোনাতে শোনাতে সময় কেটে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বা ইউটিউবাররা আসছে সেখান থেকে কিছু রোজগার হচ্ছে।’
ভুবনের স্ত্রী আদরি বাদ্যকর বলছেন, ‘‘আয় বাড়ায় এখন আমরা ভালো আছি।’’ তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া বাড়ি তৈরি সম্পূর্ণ হয়নি বলেও জানালেন।

মেয়েদের চুল, নকল সোনার চুরি-মালা, পায়ের তোড়া বালা এবং মোবাইল-ভাঙার বিনিময়ে কাঁচাবাদাম বিক্রি করতেন ভুবন। খদ্দেরের নজর টানতে কথার পিঠে কথা সাজিয়ে ফেলে বলতেন তিনি।

বাদাম বিক্রেতার ‘মেঠো’ সেই সুর পছন্দ হয়ে গিয়েছিল কোনো পথচারী যুবকের। সেই গানের ভিডিও ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার পর থেকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি। নানা মাধ্যম ছড়িয়েছে গানটি।

এদিকে ছোট থেকে গায়ক হওয়ার স্বপ্ন লালন করে এসেছেন ভুবন। হয়েছে তা-ও। ইতোমধ্যে বেশ কয়েকবার গানটি রেকর্ড করেছেন।

Leave A Reply

Your email address will not be published.