৭০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ার সকাল ৮টায় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্প চেকপোস্ট থেকে তাকে আটক করে উপপরিদর্শক ফজলুর আজীম। রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক সরোয়ার কামাল বালুখালী ৯ নং ক্যাম্পের ব্লক আই/২ এফডিএমএনের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ ভোরে একটি ইয়াবার চালান ক্যাম্পের ভেতরে ঢুকছে। পরে আমর্ড পুলিশের সদস্যরা সাদা পোশাকে অবস্থান নেয়। এসময় এক রোহিঙ্গা যুবককে সন্দেহজনক মনে হলে আটক করা হয়। পরে তার সাথের ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।