চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা

0 311

চট্টগ্রামের রাউজানে জেসমিন আক্তার ইভা (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মায়ের সঙ্গে অভিমান করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চিম গ্রামের হাঁছি ফকিরের বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, জেসমিন আত্মহত্যা করার আগে চিরকুট লিখে যান।

সেখানে তিনি লিখেন- ‘আম্মু তুমি যখন বলেছিলা যে, আমি তোমার মন থেকে উঠে গিয়েছি। তখন থেকে আমার আর বেঁচে থাকার ইচ্ছেটা চলে যায়। তাই অনেক দিন সুযোগ খুঁজছি, আজ তুমি ঘরে নেই, এই সুযোগে আমি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করছি।’

নিহত জেসমিন আক্তার ইভা ওই গ্রামের সবজি বিক্রেতা মো. সোলেমানের মেয়ে। সে গশ্চিম ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণি পড়ুয়া কিশোরী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.