রাজধানীতে মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

0 174

রাজধানীর মিরপুর এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা মল্লিক রেজাউল হক সেলিমসহ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, নকল ভিসা ও দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব জানায়, গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রাতে র্যার-৪ পল্লবী ও উত্তরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে রেজাউল, বুলবুল আহমেদ এবং নিরঞ্জন পালকে গ্রেপ্তার করে। বিগত কয়েক বছর ধরে তারা সংঘবদ্ধভাবে প্রতিবেশী দেশ ভারত, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশে কাজ দেয়ার কথা বলে মানবপাচার করে আসছিলো। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

Your email address will not be published.