আশুলিয়ায় সড়কের পাশে মানুষের কাটা পা!

0 173

আশুলিয়ায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরহাতাল শেষে খণ্ডিত পা ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের টঙ্গী সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকার ঢাকাগামী লেনের পাশে ময়লার স্তুপে পড়ে থাকা পা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ৯৯৯-এ ফোনের ভিত্তিতে ময়লার স্তুপ থেকে পলিথিনে মোড়ানো একটা পায়ের গোড়ালি থেকে খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ময়লার স্তুপে টোকাইরা ময়লা সংগ্রহের সময় কাটা পা দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে থানাকে অবহিত করে। এছাড়া সকালে কারখানায় যাওয়ার সময় সাদা পলিথিনে মোড়ানো পা দেখতে পান কয়েকজন শ্রমিক।

ঘটনাস্থলের পাশে থাকা চায়ের দোকানি বলেন, আমরা সকাল ৭টার দিকে পলিথিনে একটা কাটা পা দেখতে পাই। তখন পুলিশকে খবর দেই। পুলিশ আসার পর দেখে পলিথিনের ভেতরে কাটা পা রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বলেন, সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানান স্থানীয়রা। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পৌঁছে পলিথিনের ভেতর থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করা হয়। সেখানে পায়ের হাড়ের কিছু অংশও পাওয়া যায়। আমরা সেগুলো উদ্ধার করে থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসআই ইকবাল আরও বলেন, প্রাথমিকভাবে খণ্ডিত পাটি একজন পুরুষের বলে মনে হচ্ছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আপতত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডিএনএ রিপোর্ট পেলে উর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা আইনগত প্রক্রিয়া নেয়া হবে বলেও জানান ইকবাল হোসেন।

Leave A Reply

Your email address will not be published.