মা হারালেন পাকিস্তানের কিংবদন্তি বোলার শোয়েব আখতার

0 177

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতারের মা হামিদা আওয়ান গত শনিবার দিবাগত রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। মা হারানোর এই দুঃসংবাদ জানিয়েছেন শোয়েব নিজেই।

টুইটারে শোয়েব আখতার লিখেছেন— আমার মা, আমার সব কিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রোববার (২৬ ডিসেম্বর) আসর নামাজের পর ইসলামাবাদে মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।’

টুইটের পর শোয়েবকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা।

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলার হিসেবে পরিচিত শোয়েব। আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

পাকিস্তানের পক্ষে ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শোয়েব। যার মধ্যে রয়েছে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি।

Leave A Reply

Your email address will not be published.