ক্রিসমাসের রাতে একই পরিবারের ৭ জন খুন

0 301

দক্ষিণ আফ্রিকায় বড়দিনের উৎসবমুখর পরিবেশে একজন গর্ভবতী মহিলা ও চার শিশুসহ একই পরিবারের সাত সদস্যকে হত্যা করেছে একই পরিবারের আরেক সদস্য।

গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রাতে দেশটির লিম্পোপো প্রদেশের মালামুলেলের ঠিক বাইরে জিমি জোনস গ্রামে একই পরিবারের সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

প্রদেশের পুলিশ বলেছে যে, মালামুলেলের ঠিক বাইরে জিমি জোনস গ্রামে গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রাতে একাধিক গুলিবর্ষণের ঘটনা সংঘটিত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন গর্ভবতী নারী ও চার শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে । এদিকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি পুলিশ স্টেশনে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.