ম্যাচ চলাকালীন ফুটবলারের মৃত্যু

0 387

চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। তিনি সুস্থ হয়ে মাঠে ফিরলেও আরেকটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব

খেলা চলাকালীন সময়ে গোলকিপারের সঙ্গে সংঘর্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ফুটবলার। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই মারা যান আলজেরিয়ার ফুটবলার ও ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক সোফিয়ানে লৌকার।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (২৫ ডিসেম্বর) খেলা চলার সময় ২৮ বছর বয়স্ক লৌকারের সঙ্গে তার দলের গোলকিপারের সংঘর্ষ হয়। সে সময় মাঠেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন লৌকার। কিন্তু মিনিট দশেক পরে ফের মাঠের মধ্যে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে লৌকারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার।

আলজেরিয়াতে লিগ-টু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে মুখোমুখি হয় সোফিয়ানের ক্লাব মৌলুদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। প্রথমার্ধের খেলা চলছিল, এ সময় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে সোফিয়ানের। তাকে মাঠে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি আবার খেলতে শুরু করেন।

কিন্তু মাঠে নেমে ১০ মিনিট খেলার পর হঠাৎ-ই মাটিতে লুটিয়ে পড়েন মৌলুদিয়ার নেতৃত্বে থাকা সোফিয়ানে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সোফিয়ানের হার্ট অ্যাটাক হয়েছিল।

সোফিয়ানের মৃত্যুর খবরে মাঠে অপেক্ষারত সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন। এমন মর্মান্তিক ঘটনায় ম্যাচটি বাতিল করা হয়। ম্যাচে এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মৌলুদিয়া সাইদা।

Leave A Reply

Your email address will not be published.