নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত দম্পতির
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের একটি ঘরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘুমন্ত স্বামী ও স্ত্রীর।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়নাল মিয়া (৪৫) ও তার স্ত্রী মানজন বেগম (৩৫)।
স্থানীয়রা জানায়, ঢাকা-রৌমারী রাস্তার পাশেই কৃষক জয়নালের বসতঘর। ভোরে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমিয়ে ছিল দুই সন্তান। তাদের কেউ হতাহত হয়নি। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
সানন্দবাড়ী ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ যোহায়ের হোসেন খান জানান, আনুমানিক রাত ৩টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।