সড়ক ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের উপর এনার বাস

0 481

রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের উপর এনা পরিবহনের একটি বাস উঠে পড়ায় এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ।

তিনি টেলিফোনে জানান, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, এনা পরিবহণের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। খিলক্ষেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। ডিভাইডার ভেঙে উপরে উঠে যায়। এসময় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের চালক আহত হন।

এসআই সাবরিনা জানান, পুলিশ ঘটনাস্থলে এসে বাসচালককে পায়নি। বাসের যাত্রীরাও ছিল না। মাইক্রোবাসটির চালক হাতে আঘাত পেয়েছেন। আরও চারজন যাত্রী ছিলেন মাইক্রোতে। তারা সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুপাশেই যানজট দেখা দিয়েছে বলে জানান সাবরিনা।

Leave A Reply

Your email address will not be published.