ঝাড়খণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

0 186

ভারতের ঝাড়খণ্ডে পাকুর জেলায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার (৫ জানুয়ারি) পাকুরের গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

দেশটির পুলিশ জানিয়েছে, অন্তত ৪০ জন যাত্রী নিয়ে বাসটি শিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ যাচ্ছিল। দুর্ঘটনার পর বেশ কয়েকজন যাত্রী বাসটির ভেতরে আটকা পড়েন। ঘন কুয়াশার কারণে উল্টোদিক থেকে আসা ট্রাকটির অবস্থান বুঝতে না পেরে যাত্রীবাহী বাসটি সরাসরি ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণে পুরো বাসটিই দুমড়ে মুচড়ে যায়। পরে গ্যাস কাটার দিয়ে বাসের বিভিন্ন অংশ কেটে তাদের উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুতগতিতে চলছিল। কিন্তু পুরো রাস্তা ঘন কুয়াশায় ঢেকে থাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকটির। তবে আরও বড় বিপত্তি হতে পারত, কারণ ট্রাকটি গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। তবে দুর্ঘটনার সময় ট্রাকে থাকা কোনো সিলিন্ডার বিস্ফোরিত হয়নি। সেগুলোর বিস্ফোরণ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে পাকুরের একাধিক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকুর জেলার সিভিল সার্জন ড. আরডি পাসওয়ান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ আনা হয়েছে। আহতের সংখ্যা ২৬, তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।’

এদিকে দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ রুপি করে সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.