নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

0 212

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইলমদী গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) সকাল নয়টায় নিহত তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ। আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান।

তিনি বলেন, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তারা সবাই লেগুনার চালক ছিলেন।

পুলিশ আরো জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত এক জনকে হাসপাতালে নেয়ার পথে এবং অপর দুই জন ঘটনাস্থলেই নিহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা আরো জানান, নিহত তিন জন আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.