মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন; নিহত ৭, আহত ১৫

0 304

ভারতের মুম্বাইরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। ২০ তলা ভবনটির ১৮ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর এনডিটিভি।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তারদেও এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৩টি ইঞ্জিন ও সাতটি জাম্বো ট্যাঙ্কার কাজ করেছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের মাত্রা ‘লেভেল-৩’ বলে ঘোষণা করা হয়েছে বলে জানান এক সিভিক বডি কর্মকর্তা।

আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মকর্তারা জানান, আহতদের দ্রুত তিনটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে পাঁচজন নায়ার হাসপাতালে, একজন কস্তুর্ব হাসপাতালে এবং একজন ভাটিয়া হাসপাতালে মারা গেছেন।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনেকর সংবাদ সংস্থা এএনআইকে জানান, আহতদের মধ্যে ছয়জন বৃদ্ধের জরুরি অক্সিজেন সাপোর্ট দরকার ছিল। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে এখনও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ভবনের অন্যান্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.