চট্টগ্রামে একদিনে করোনায় শনাক্ত ১৩৪৮, মৃত্যু ৩

0 173

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করে এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১৯ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৪ জন, অ্যান্টিজেন টেস্টে ১০২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৪ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩০১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৯ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৯৩ জন মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬০ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়

উপজলো ভিত্তিক আক্রান্তের তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় বেশি আক্রান্ত হয়েছে ফটিকছড়িতে ৫৯ জন। এরপর হাটহাজারিতে ৫০, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ৪০ জন, পটিয়ায় ৩৮ জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে নগর এলাকায় ৮২ হাজার ৭৮০ জন এবং উপজেলায় ৩০ হাজার ৬৮০ জন।

এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৬ জনের মধ্যে ৭২৮ জন নগরের এবং ৬১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Leave A Reply

Your email address will not be published.